জুলাই সনদের মধ্য দিয়ে ‘সাংবিধানিক সীমারেখার’ মধ্যে থেকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের কথা বলছে বিএনপি; আর সনদ বাস্তবায়নে দেরি হলে দেশে রাজনৈতিক সংকটের ‘আশঙ্কা’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার জুলাই জাতীয় সনদ সই হওয়ার প্রতিক্রিয়ায় দল দুটির জ্যেষ্ঠ নেতাদের তরফে এমন প্রতিক্রিয়া আসে।
এদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ সই করে ২৫টি দল, যে তালিকায় বিএনপি ও জামায়াতে ইসলামীও রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “এই সনদ সইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মাণ হবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের কোনো অঙ্গ আরেকটি অঙ্গের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না।
“সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সাংবিধানিক সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে। সেই দিনের আশায় আমরা আছি।”
সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) পাঁচটি দল এখনও জুলাই সনদে সই করেনি।
এদের মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ৪. বাসদ (মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদও রয়েছে।
এসব দলের বিষয় সালাহউদ্দিন আহমদ বলেন, “সামনের দিনে আমাদের অনেক কাজ, কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদে সই করেছে। আশা করি, যারা সই করে নাই, তারাও সামনের দিনে সই করবে।”
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা সনদের বাইরে অন্য কিছু চিন্তা করছি না। এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা যেতে চাই।
“আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট আগেই হতে হবে এবং এটাই বাস্তবায়ন হবে।”
তিনি বলেন, “আমি মনে করি, আজ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন, ইতিহাসে এটা লেখা থাকবে। কারণ দীর্ঘ ৫৪ বছরের যে রাজনৈতিক চরিত্র ছিল, আমাদের এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।”
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, “বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
"জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এর আইনিভিত্তি এখনও বাকি রয়েছে। সনদের সঙ্গে একমত বোঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে।"
তিনি বলেন, "আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যেন কোনো হেজিমনি তৈরি না করে।"
নারায়ণগঞ্জ আপডেট