ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়কে চলতে হলে অবশ্যই সবাইকে সচেতন হয়ে চলতে হবে। যারা মোটরসাইকেল ব্যবহার করে তাদের অনেকেই হেলমেট ব্যবহার করেনা।

 এটা কি তাদের অজ্ঞতা নাকি অসচেতনতা। তাদের মনের ভিতর কি কাজ করে এটা আমরা বুঝতে পারিনা। আবার ঐ মানুষটাই রক্তচাপ বাড়বে বলে লবন খাবেনা। জীবন একটাই তাই যখন রাস্তায় বের হবেন সেটার দায় আপনাকেই নিতে হবে। যদি আপনি গতি নিয়ন্ত্রন করতে না পারেন তাহলে গতি আপনার জীবনকে নিয়ন্ত্রন করে দিবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের চালকরা অনেক কষ্ট সহ্য করে চালক পেশায় নিযোজিত। তাদেরকে সেই সম্মানটুকু দিতে হবে। উন্নত বিশ্বে চালকরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি চালায়, এতে চালকদের কষ্ট কম হয়। শুধু চালকদের দোষ দিলে হবেনা আমাদেরও সচেতন হতে হবে। তাই আসুন দেশের ও মানুষের জন্য কাজ করি এবং নিরাপদ সড়ক গড়ে তুলি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউটর) ইব্রাহিম হোসেন, মাদকদ্রব্য নিয়নন্ত্র অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দীন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া, জেলা নিরাপদ সড়কের প্রতিনিধি জামাল মিয়া, সদস্য রাকিবুল ইসলাম হিমেল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স