ঢাকা | বঙ্গাব্দ

কদম রসুল সেতুর নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বন্দরে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
সেতুর নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ছবির ক্যাপশন: সেতুর নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে
বন্দর প্রতিনিধি //কদম রসুল সেতুর নির্মাণ কাজের নকশা পরিবর্তন সংক্রান্ত  ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে একরামপুর সিএসডি গেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন বন্দর উন্নয়ন ফোরামের আহবায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল লতিফ রানা।

মানববন্ধনে বক্তব্য রাখেন— আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু,  এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ,  শিক্ষক আনোয়ার হোসেন, কদম রসুল কলেজের সদস্য সোহেল এবং শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান জসিম।

পরে মানববন্ধনে যোগ দিয়ে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

বক্তারা বলেন, কদম রসুল সেতু নির্মাণ বন্দরবাসীর প্রাণের দাবি। এই সেতু নির্মাণ হলে বন্দর ও শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটবে। সেতু বাস্তবায়নের মাধ্যমে শুধু বন্দরের মানুষই নয়, সমগ্র নারায়ণগঞ্জ ও দক্ষিণাঞ্চলের লাখো মানুষের অর্থনীতি ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে।

তারা বলেন, “যে কোনো গোষ্ঠী যদি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে এই প্রকল্প বন্ধের ষড়যন্ত্র করে, তা বন্দরবাসী মেনে নেবে না। উন্নয়নবিরোধী চক্রান্ত রুখে দিতে আমরা রাজপথে নামবো।” বক্তারা দাবি করেন, সরকার যেন দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ নেয় এবং দীর্ঘসূত্রতা পরিহার করে কদম রসুল সেতুর কাজ দ্রুত শুরু করে।

আলোচকরা আরও বলেন, “নারায়ণগঞ্জ  একটি শিল্পনগরী—এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চলাচল করেন। একটি আধুনিক সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং দুর্ঘটনা ও সময় অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান, কদম রসুল সেতু নিয়ে চলমান অনিশ্চয়তা দূর করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হোক, যেন বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ পায়।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স