ঢাকা | বঙ্গাব্দ

কুশিয়ারা ও তিনগাও এলাকায় বাবুলের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
লিফলেট বিতরণ ছবির ক্যাপশন: লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বন্দরের বিভিন্নস্থানে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে জহির আহমেদ সোহেল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গতকাল রোববার (২৬ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার কুশিয়ারা তিনগাওসহ আশেপাশের এলাকার জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেওয়া হয়। একই সাথে চায়ের দোকানে দোকানে বসে সাধারণ মানুষের সাথে চায়ের আড্ডায় ধানের শীষ আগামী জয়ী হলে দেশ গড়ার লক্ষে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেগুলো জনগণের কাছে উপস্থাপন করা হয়। এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত হয়ে ধানের শীষে ভোট চাই স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে পুরো বন্দর উপজেলা।

লিফলেট বিতরণের সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্বজনের বাসায় গিয়ে শহীদ স্বজনের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেলসহ বিএনপি নেতাকর্মীরা।

এ সময় জহির আহম্মেদ সোহেল বলেন, তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশের উন্নয়ন সাধিত হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। তারেক রহমানের ৩১ দফায় দেশের প্রতিটি সেক্টরের মানুষের কথা বলা হয়েছে।

 আমরা রাষ্ট্র মেরামতের এই ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে কাজ করছি। ইতিমধ্যে সদর-বন্দরের বিভিন্নস্থানের জনগণের হাতে ৩১ দফা পৌঁছে দিতে আমরা নিলস কারে যাচ্ছি আমাদের এই কার্যক্রম অব্যহৃত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স