ঢাকা | বঙ্গাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ইলেকট্রিক হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
জেলা প্রশাসক ছবির ক্যাপশন: জেলা প্রশাসক
‎বুধবার (২৯ অক্টোবর ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ হুইল চেয়ার দেয়া হয়।
‎নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার।বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক উপস্থিত ছিলেন।
‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি যত্নবান হতে হলে তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক যত্ন ও সহায়তা দিতে হবে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং তাদের স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে। তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখা, পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া এবং তাদের জন্য একটি সুসম্পর্ক তৈরি করা জরুরি। তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সমাজের অন্যান্য শিশুদের মতো তাদেরও সমাজে অন্তর্ভুক্ত করতে হবে। 
‎চিকিৎসার আশায় দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে পড়েন অসহায় এই দম্পতি। সব জায়গায় সহায়তা না পেয়ে তারা শেষ পর্যন্ত দেখা করেন ‘মানবিক ডিসি’ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে।গত ২২ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎকালে মান্তাহারের মা মিতু বেগম সারাক্ষণ অসুস্থ সন্তানকে কোলে নিয়ে ছিলেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। শিশুটির অসুস্থতা ও মায়ের অসীম মমতা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি মিতু বেগমকে একটি ইলেকট্রনিক হুইলচেয়ার প্রদানের জন্য লিখিত আবেদন করতে বলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স