নারায়ণগঞ্জে শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ১০০ জন ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এই শিক্ষামূলক সহায়তা অনুষ্ঠানে প্রেসিডেন্ট দিদার খন্দকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় দিদার খন্দকার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় যে তিন শিক্ষার্থী সম্মিলিতভাবে সর্বোচ্চ নম্বর অর্জন করবে, তাদের তিনজনের ভর্তির সম্পূর্ণ খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।
তিনি আরও যোগ করেন যে এই উদ্যোগটি মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় যাওয়ার পথে আর্থিক বাধা দূর করতে সহায়তা করবে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করবে। তিনি আশা প্রকাশ করেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, পাস্ট প্রেসিডেন্ট শফিকুল ইসলাম বাবু, জয়েন্ট সেক্রোটারি আবু নুর মোহাম্মদ সিদ্দিক নুর, এডভোকেট ধনঞ্জয় চন্দ্র গুহ , সেক্রেটারি কাজী শাহীন, রোটারিয়ান মিঠু, রোটারিয়ান মজিবুর রহমান মজিব, রোটারিয়ান হাজী শফিউদ্দিন সোহেল এবং রোটারিয়ান রিশাদ হোসেন প্রমুখ।
উপস্থিত অন্যান্য বক্তারাও দিদার খন্দকারের শিক্ষাবান্ধব এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীদের প্রতি শিক্ষা খাতে এমন সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ আপডেট