বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভম্বর ) নারায়ণগঞ্জ ৩নং মৎস্য-ঘাট শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এছাড়া ৩ নং মৎস্য-ঘাট এর সাবেক সভাপতি সেলিম রেজা এবং হাসান উল্লাহ এর আত্মার মাগফিরাত কামনা এবং সকল শ্রমিকদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টুলু।
এ সময় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন সব থেকে নির্যাতিত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
একটি ফ্যাসিষ্ট সরকার ছিল সে ফ্যাসিষ্ট সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে, মারার জন্য কতবার চেষ্টা করেছে, কতবার তাকে গৃহবন্দী করেছে, জেলবন্দি করেছে, এবং শারীরিকভাবে টর্চার করেছেন। যার কারনে আমাদের দেশনেত্রী কিডনী হার্ট রোগে আক্রান্ত। তিনি এমন একজন নেত্রী যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নাসিক ১৪ নং ওয়ার্ড বি,এন পির সভাপতি দিদার খন্দকার, মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজু আহাম্মেদ রাজন, বন্দর থানা শ্রমিক দলের আহ্বায়ক মনির গাজী, সংগঠনের সহ সভাপতি জামান, যুগ্ম সম্পাদক শুক্কুর আলি, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াসিম সরদার।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি দ্বীন ইসলাম, সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন।
দোয়া ও মিলাদ মাহফিলে ৩নং মৎস্য-ঘাট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আপডেট