ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটির: হানিফ সরদার ও হীরা সরদারের উদ্যোগে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটির: হানিফ সরদার ও হীরা সরদারের উদ্যোগে ছবির ক্যাপশন: ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটির: হানিফ সরদার ও হীরা সরদারের উদ্যোগে
 ডেঙ্গু প্রতিরোধ ও নগরবাসীকে সচেতন করতে নারায়ণগঞ্জ আমলাপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে ব্যাপক মশক নিধন ও পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এ কর্মসূচির করেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হানিফ সরদার। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কামলা পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নুরল ইসলাম ইসলাম সরদার এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হীরা সরদার।

কর্মসূচির অংশ হিসেবে আমলাপাড়া এলাকার বিভিন্ন সড়ক, গলি, নালা ও নর্দমায় মশার ওষুধ ছিটানো, ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন এবং আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় হানিফ সরদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। আমরা যদি সচেতন হই, তবে এই মহামারি রোধ করা সম্ভব।

তিনি আরও জানান, এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং শিগগিরই নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও পরিছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ছাত্রদলের আসাদ সিকদার (বাবু), আলামিন, জিহাদ, সিয়াম, জুলহাস, সেলিম, শিমুল, গোলাম মাওলা, রাজা, তানভীর, পলাশ, জুয়েল, আকরাম, হৃদয়, নান্টু, অপু, নিশু, জাহিদ, পাপ্পু, বাঁধন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স