ঢাকা | বঙ্গাব্দ

স্বামীকে মামলার আসামি করায় দুশ্চিন্তায় স্ত্রীর মৃত্যুর অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
স্বামীকে মামলার আসামি করায় ছবির ক্যাপশন: স্বামীকে মামলার আসামি করায়
স্টাফ রিপোর্টার : বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় চলছে মামলার আসামি করার ভয় দেখিয়ে অর্থ বাণিজ্য। 

টাকা না দিলেও একের পর পর মামলার আসামি করা হচ্ছে অভিযোগ করছে স্থানীয়রা। বিএনপি নেতা তাওলাদ মাহমুদ ও তার সহযোগী সাজনী এমন মামলা বাণিজ্য ও স্থানীয়দের হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

বৃদ্ধ স্বামীকে একাধিক মামলার আসামি করায় পলাতক পলাতক স্বামীর দুশ্চিন্তায় স্ট্রোক করে স্ত্রী শামসুন্নাহার এর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা।

বুধবার ৫ নভেম্বর মামলার জামিনের কাগজ হাতে পেয়ে স্ত্রীর জানাজায় এসে কান্নায় ভেঙ্গে পড়েন লাঙ্গলবন্দ বেদে পল্লীর মাতবর সিরাজ মিয়া।

 ৭০ উর্ধ সিরাজ উদ্দিন এর বিরুদ্ধে বিএনপি নেতা তাওলাদ মাহমুদকে মারধর ও তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলার আসামি করা হয়েছিল।

বুধবার বেলা ১১টায় লাঙ্গলবন্দে মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে শামসুন্নাহার এর জানাজা অনুষ্ঠিত হয়। 

সিরাজ মিয়া জানান, আমি এই গ্রামের মাতবর। শিহাব উদ্দিন মেম্বারের সাথে আমার ভাল সম্পর্ক ছিল। তার সন্তানরা আমাকে ডাকে আমি যাই এটাই আমার অপরাধ। আর তাওলাদের সাথে থাকা আমার ছোট মেয়েকে বিয়ে দিতে বলেছিলো আমি দেইনি সেই জেদ থেকে আমাকে মিথ্যা মামলায় আসামি করেছে। 

আমি অনেক দূরে পালিয়ে ছিলাম। আমার স্ত্রী চিন্তুায় চিন্তায় স্ট্রোক করে। আমি তাকে হাসপাতালেও নিয়ে যেতে পারিনি। আমার মেয়েরা নিয়ে গেছে। ৪ দিন হাসপাতালে থেকে সে মারা গেছে। 

শিহাব উদ্দিন এর ছেলে ইকবাল হোসেন জানান, তাওলাদ মাহমুদ ও সাজনী এলাকায় বিএনপির নাম বিক্রি করে মাদকের ব্যবসা করে। আমরা প্রতিবাদ করায় আমার ভাইকে বৈষম্য বিরোধী মামলায় পুলিশে ধরিয়ে দিয়েছে। এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করায় যারা মানববন্ধনে ছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। সিরাজ উদ্দিন, শাহাবুদ্দিন সহ ১৬জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সে হুমকি দিচ্ছে, টাকা পয়সা চাচ্ছে, টাকা পয়সা না দিলে আরো মামলা দিবে বলে হুমকি ধামকি দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স