ঢাকা | বঙ্গাব্দ

মৃত্যু ছাড়া সব কিছুই পরিবর্তনশীল --- আবুল কাউসার আশা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
আবুল কাউসার আশা ছবির ক্যাপশন: আবুল কাউসার আশা
আসন্ন ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে বন্দরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে সাবেক এমপি আবুল কালামের পুত্র ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা'র দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউসার আশা বলেন,

“মনোনয়ন নিয়ে আমার কোনো কথা নেই। কারণ একটি চেয়ার পরিবর্তনশীল—আজ নয়, কাল অন্য কেউ পাবে। হতাশ হওয়া ইমানদারের কাজ নয়। সম্মান দেয়া-নেয়ার মালিক আল্লাহ। তাই ভরসা রাখবো তাঁর উপর। মৃত্যু ছাড়া সব কিছুই পরিবর্তনশীল। দলের আদর্শে অবিচল থাকুন, আল্লাহর উপর তোয়াক্কেল রাখুন।”

তিনি আরও বলেন,

“আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মিছিলের পেছনের ছেলেকেও মূল্যায়ন করা হবে। আমরা যারা গুলির সামনে থেকেছি, নিশ্চয়ই আমাদের মূল্যায়নও হবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল—তাই ধৈর্য ও শালিনতা বজায় রেখে দলের নির্দেশনা মেনে চলতে হবে। আপনারা যার জন্য এসেছেন, তার নামের আগেই ‘ক্লিনম্যান’ লেখা আছে। অতএব ক্লিনম্যানের পাশে থেকে অপকর্ম করা যাবে না।”

আবুল কাউসার আশা বলেন,

“আমার নাম আশা, আমি সবসময় আশাবাদী। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের জন্য সঠিক অভিভাবক আমরা পাবো। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।”

পরিশেষে তিনি বলেন,

“বিপ্লব ও গণসংহতি দিবস জাতির গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক প্রতীক। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যে স্বৈরশাসনের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়। এই দিন আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকারের স্মারক। আসুন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালন করি। ইনশাআল্লাহ সর্বকালের সেরা র‍্যালির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হবে।”

সভায় আবুল কাউসার আশা ছাড়াও নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও বন্দর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স