ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ছবির ক্যাপশন: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
 নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সাংবাদিকতার জন্য দরকার সত্যবাদিতা, ন্যায্যতা, সততা, স্বাধীনতা এবং জবাবদিহিতা। সাংবাদিকতা একটি মহৎ পেশা।

 এ পেশার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  সিটি প্রেস ক্লাবকে ডেস্কটপ কম্পিউটার ও একজন দৃষ্টি প্রতিবন্ধীকে ল্যাপটপ প্রদানকালে তিনি এ কথা বলেন। জেলা পরিষদ থেকে সিটি প্রেস ক্লাবকে দুইটি ডেস্কটপ কম্পিউটার ও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রীকে ল্যাপটপ প্রদান করা হয়।

জেলা প্রশাসক বলেন, এ পেশায় আত্মনিয়োগ করে সাংবাদিকরা জনসেবা ও সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিছু পাওয়ার জন্য নয়, নিতান্ত ভালোবাসা ও জনসেবার মহৎ উদ্দেশ্য থেকে ঝুঁকিপূর্ণ এ পেশায় আসেন একজন প্রকৃত সাংবাদিক। একজন ভালো সাংবাদিককে যেমন সাহসী হতে হয়- তেমনি সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপসহীন এবং ন্যায়ের প্রশ্নে অবিচল থাকতে হয়।

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সেজন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিককে বলা হয় সমাজের ওয়াচডগ। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হয় সবসময়। চোখ রাঙানোকে তোয়াক্কা না করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়। প্রচলিত সমাজ ব্যবস্থার চিত্র প্রত্যক্ষ করতে হয়। মানুষের সমস্যার কথা তুলে ধরার দায়িত্ব পালন করতে হয়। 

বিশেষ চাহিদা সম্পন্নরা সমাজের বোঝা নয়, তাদের স্পদে পরিণত করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইয়াসমিন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স