ঢাকা | বঙ্গাব্দ

পাইকপাড়া বড় কবরস্থানের পাশে ময়লার স্তুপ, দুর্ভোগে পথচারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
ময়লার স্তুপ, ছবির ক্যাপশন: ময়লার স্তুপ,
দীঘিনালা উপজেলার মেরুং বাজারের সামনে মূল সড়কের পাশেই যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।

 এই ময়লা-আবর্জনার দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে পথচারীদের পড়তে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, মেরুং বাজারের ভেতর দিয়েই দীঘিনালা-লংগদু মূল সড়ক।

 তাছাড়া প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে মেরুং বাজারে। বাজারের ভেতরের এই মূল সড়কটি দিয়েই দীঘিনালা, মেরুং ও লংগদুর যানচলাচল, শত-শত মানুষ চলাচল করে। এছাড়াও ছোট মেরুং উচ্চবিদ্যালয় ও ছোটমেরুং আশ্রাফিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী সহ একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স