ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীতে অনুষ্ঠিতব্য বিশাল র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলামের নেতৃত্বে শহরে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিশাল মিছিল নিয়ে যোগদান ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল চারটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর রেলগেইট গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সু- সজ্জিত হয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহিন সরদার, মো: আমির, রানা, তানজিল সহ প্রমূখ।
নারায়ণগঞ্জ আপডেট