ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল
ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সু- সজ্জিত হয়ে শহরে
বিশাল র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
এসময়ে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি থেকে মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় 'আজকে এই দিনে জিয়া
তােমায় মনে পড়ে, স্বাধীনতার ঘােষক জিয়া লও লও লও সালাম । যুবদলের নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে
মুখরিত হয়ে ওঠে শহরের আশপাশ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রােড় থেকে শহরে বিশাল র্যালি করে মহানগর
যুবদল। এ সময় র্যালিতে যােগ দেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনােনীত প্রার্থী বিশিষ্ট সমজসেবক ও
ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। পরে র্যালিটি মহানগর বিএনপির মূল র্যালির সাথে অংশগ্রহণ করে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নারায়ণগঞ্জ আপডেট