ঢাকা | বঙ্গাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
ভিক্টোরিয়া  হাসপাতালে অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: ভিক্টোরিয়া হাসপাতালে অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার : দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ৩ ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি 
পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। 
এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বক্তারা অভিযোগ করেন- করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। 

তারা জানান, আমাদের নিয়মিত শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সাড়া দিচ্ছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবী বাস্তবায়িত চাই।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স