ধেয়ে আসছে নির্বাচন। আগামী সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে নির্বাচনী তফসিল। এরপর থেকেই নির্বাচনের ডামাঢোল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে সেই নির্বাচনে জনগণ কাকে ভোট দেবেন? এ নিয়ে প্রশ্নের যেন শেষ নেই।
নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে জানাগেছে, নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য দলের চাইতে তারা বিএনপিকে নিয়েই বেশি চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করেছে।
নারায়ণগঞ্জের জনসাধারণের বলছে, এ মাসেই তফসিল ঘোষণা হতে চলেছে। ভোটগ্রহণেরও আর বেশিদিন নাই। তাই আমরা আগে থেকেই প্রার্থী বেছে নেওয়ার চেষ্টা করছি। সেই লক্ষ্যে আমরা ইতোমধ্যেই বিএনপির কার্যক্রমের দিকে নজর রাখছি। দেখছি তারা কি করে? কিন্তু তাদের কার্যক্রমে এখনও আমরা খুব বেশি সন্তুষ্ট হতে পারছি না।
বুঝতে পারছিনা নির্বাচন ঘনিয়ে এলেও নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা কেন নিজেদের পাল্টাতে পারছেনা। এ দলের নেতাকর্মীরা এখনও চাঁদাবাজী ও দখলদারিত্ব থেকে বেরিয়ে আসতে পারছেন না। এটা সত্যিই দুঃখজনক। আমরা চাই, তারা এসব থেকে ফিরে আসুক এবং শক্তহাতে দেশগড়ায় ভূমিকা রাখুক। জনগণ তাদের উপর আস্থা রাখতে চায়।
তারা বলছেন, তবে বিএনপির কর্মকা-ের মধ্যে যদি পতিত আওয়ামী লীগের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়, তাহলে ভালোমন্দের পার্থক্য থাকলো কোথায়?
এ নারায়ণগঞ্জে গত পনেরো বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করেছে নারায়ণগঞ্জের মানুষ শুধু সেসবের প্রত্যক্ষদর্শীই নয়, ভুক্তভোগীও বটে। আমরা দেখেছি, কিভাবে গোটা নারায়ণগঞ্জবাসীকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সে জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার পর নারায়ণগঞ্জের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখনই বিএনপির বর্তমান বিতর্কীত কর্মকান্ড আমাদের তথা নারায়ণগঞ্জের মানুষকে ভীত ও আশাহত করে তুলেছে।
জনগণ বলছে, ৫ আগস্টের পর ভেবেছিলাম বিএনপি নেতাকর্মীরা সংযত আচরণ করে জনগণের সমর্থন ও আস্থার ভিতকে আরও মজবুত করবে। কিন্তু তারা যেটা করলো এবং করছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না।
বর্তমানে বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তিনি বাঁচে কি মারা যান, তার কোন ঠিক নেই। কিন্তু এ অবস্থাতেও নারায়ণগঞ্জে বিএনপি নেতারা মনোনয়ন নিয়ে কোন্দল করে বেড়াচ্ছেন।
বিএনপি হয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধেই বিক্ষোভ করছেন, সমালোচনা করছেন যা জনগণের মাঝেও প্রভাব পড়ছে। সত্যিই তাদের এসমস্ত কর্মকান্ডে জনগণের ঘৃণার সঞ্চার করছে।
তারা যদি সেটা বুঝতে পারে, তাহলে এখনই তাদের সরে আসা উচিৎ। নয়তো, আর কোন সময় পাবেন না। প্রার্থী বিরোধীতা করে তারা নিজেরাই ডুববেন। তাই বলছি, এখন থেকেই তাদের সাবধান হওয়া উচিৎ।
নারায়ণগঞ্জ আপডেট