ঢাকা | বঙ্গাব্দ

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক ছবির ক্যাপশন: হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবদুল হান্নান।

র‍্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) বিপ্লব বড়ই জানান, গুলিবর্ষণের ঘটনায় 'ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫' নম্বরের একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল। ওই মোটরসাইকেলের মালিক আবদুল হান্নান। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গতকাল শনিবার বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন,  র‍্যাব একজনকে থানায় হস্তান্তর করেছে এবং জানিয়েছে তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক।

 এক প্রশ্নের জবাবে ওসি বলেন, 'আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।'

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স