ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ,

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 26, 2025 ইং
খন্দকার আনোয়ার হোসেনের ছবির ক্যাপশন: খন্দকার আনোয়ার হোসেনের
আজ শুক্রবার, ২৬ জুলাই ২০২৫ বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মহানগর শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা খন্দকার আনোয়ার হোসেন।

জানা গেছে, আসন সমঝোতার ভিত্তিতে ৮ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে একটি শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন।

এরই ধারাবাহিকতায় কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, আলীরটেক ও গোগনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক সভা ও নির্বাচনী প্রস্তুতির বহুমুখী কার্যক্রম শুরু করেছেন খন্দকার আনোয়ার হোসেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা

মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সদস্য হাজী মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম এবং আব্দুল্লাহ আল মামুনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স