ফতুল্লা সংবাদদাতা: হঠাৎ নারায়ণগঞ্জে জেঁকে বসেছে শীত। সামনে আরও বাড়তে পাড়ে শৈত্যপ্রবাহ। এমতাবস্তায় শীতের এ তীব্রতায় সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। খোলা আকাশের নিচে থাকা মানুষ, দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনসংগ্রাম আরও কঠিন হয়ে উঠেছে। এসমস্ত দিক বিবেচনা করে এগিয়ে এসেছে বৃহত্তর পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটি।
শুক্রবার (০২ জানুয়ারি ) সকাল ১০টায় ফতুল্লা থানধীন এ পঞ্চায়েত কমিটির উদ্যোগে প্রায় ৪ শতাধীক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব হেদায়েত উল্লাহ খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা পঞ্চায়েত কমিটির মাধ্যমে ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল দিতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর পরিসরে দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণের চেষ্টা করবো।
খোকন আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যে আমাদের দেশনেত্রী ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এদিকে কম্বল পেয়ে এ সমস্ত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে উঠেছে। তারা এ মানবিকতার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সিনিয়র সভাপতি, মাসুদ আহম্মেদ বাবুল, সাধারণ সম্পাদক শওকত আলী,জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার কোষাধক্ষ্য শাহআলম হাজী, সমাজ সেবক লুৎফর রহমান,আলী হোসেন, মো: সবুজ আহম্মেদ, অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার আবুল কাশেম, মো: সেলিম হোসেন, নাজমুল হাছান রবিন প্রমূখ।