নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে কালামের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিএনপির মনোনীত এ প্রার্থী বলেন, আজ আমাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ্ আল্লাহ্’র রহমনে এখানে আমরা জয়লাভ করতে পেরেছি। আমি আশাকরছি, আমার যারা শুভাকাঙ্খি আছে আমার নেতাকর্মীরা তারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করেছেন নির্যাতিত হয়েছেন, আজকে তাদের ঘরে সুফল আনার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি সকলের সহযোগীতা চাই।
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, এ মহুর্তে কোন ভেদাভেদ না রেখে দলের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ অবস্থায়, এ সময় শোকের সময়। আমরা আশা করি যে, এ নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা এ সিট-টি ওনাকে (খালেদা জিয়া) উৎসর্গ করতে পারবো।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, কালামপত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, কালাম কন্যা শামসুন নূর বাঁধন, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মো: মেহেদী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরাফাত চৌধুরী, মহানগর যুবদল নেতা দর্পন প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর বেপারী, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: রানা, বিএনপি নেতা মো: সুমন, বন্দর থানা যুবদল নেতা হুমায়ূণ কবির, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ প্রমূখ।