ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ছবির ক্যাপশন: প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
নারায়ণগঞ্জ আপডেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে দাখিল করা প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়েছে। এতে দাখিলকরা ১২টি মনোনয়নের মধ্যে ৮টি বৈধ ও ৪টি মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় অসম্পূর্ণ, দলীয় মনোনয়ন না থাকা ও হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকার কারণে ৪টি মনোনয়ন বাতিল করা হয়।

শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: রায়হান কবির।

তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জ-৫ আসনে বৈধ প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের এবিএম সিরাজুল ইসলাম মামুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আবু নাঈম খান বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ্, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন ও মুক্তিজোটের প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন (হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায়), গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন (হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকায়), বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও আবু জাফর আহমেদ বাবুলের (দলীয় মনোনয়ন না থাকায়) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স