নারায়ণগঞ্জ আপডেট: নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি:নং ঢাকা ৩২৯৮) সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকদল নেতা নূর ইসলাম গুরুত্বর অসুস্থ। তিনি গত ৩০ ডিসেম্বর রাতে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোক করলে তাকে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ৪ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে ডাক্তারের পরামর্শে তিনি নিজবাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার পরিবার।
এদিকে তার দ্রুত সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জবাসীসহ গোটা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। তারা সংবাদমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বর্তমানে নূর ইসলামের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই তার সুস্থতা কামনার জন্য আমরা নারায়ণগঞ্জবাসীসহ গোটা দেশবাসীর কাছে দোয়া প্রাথর্ণা করছি। আপনারা দোয়া করবেন, তিনি যেন আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি:নং ঢাকা ৩২৯৮) সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকদল নেতা নূর ইসলাম একজন রাজপথের পরীক্ষিত নেতা। বিএনপির চরম দুঃসময়ে তিনি সকল হামলা মামলাকে উপেক্ষা করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ জন্য তিনি একাধীকবার কারানির্যাতনসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু তবুও তিনি কখনও রাজপথ ছেড়ে যান নি। তার মত হাজারো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কারণেই বিএনপি এখন সফলতার দ্বারপ্রান্তে।