ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহানগর হকার্স দলের দোয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছবির ক্যাপশন: খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
নারায়ণগঞ্জ আপডেট: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) বাদ আসর নগরীর কালীবাজারস্থ পোস্টঅফিসের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের নেওয়াজ বিতরণ করা হয়।

মহানগর হকার্স দলের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ জুলহাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর হকার্স দলের সাধারণ সম্পাদক মো: মুসা মিয়া, সহ সভাপতি মো: ইমন হোসেন, মো: ওসমান গনি, মো: রোকন হোসেন, মো: নাছির প্রধান, মো: আজগর, সাদ্দাম মোল্লা, কমলন, শ্যামল, ইমদাদ, সোহেল, লক্ষন, সজিব, মোমেন, সেলিম, বাদশা, শাহ আলম প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স