ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোহেল ও তার বন্ধু মহলের নেওয়াজ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছবির ক্যাপশন: খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়
স্টাফ রিপোর্টার: প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল এবং তার বন্ধু মহলের উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর নগরীর মিশনপাড়ায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, আপনারা জানেন গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গেছেন। দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, আপোষহীন ও সাহসী জননেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনাকে ধারণ করেও বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও দৃঢ়প্রতিজ্ঞ। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে। তার বিদেহী আত্নার শান্তি কামনা করছি এবং তারেক রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করছি।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, মোঃ রফিক, মোঃ ফিরোজ, লিখু ও মোজাম্মেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স