ঢাকা | বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে না নির্বিচারে গণপিটুনিতে হত্যা, আতঙ্কে মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
বন্ধ হচ্ছে না নির্বিচারে গণপিটুনিতে হত্যা ছবির ক্যাপশন: বন্ধ হচ্ছে না নির্বিচারে গণপিটুনিতে হত্যা
নানা কারণে আতঙ্ক বাড়ছে নারায়ণগঞ্জের মানুষের মনে। তার মধ্যে অন্যতম বড় একটি কারণ হচ্ছে ‘মব।’ এ মব থেকে যেন মানুষ এখনও বের হতে পাচ্ছে না। কাউকে চোর, কাউকে ডাকাত আবার কাউকে ছিনতাইকারি আখ্যা দিয়ে মব তৈরি করে নির্বিচারে পিটিয়ে হত্যা করা হচ্ছে নিরিহ মানুষকে।

সম্প্রতি বন্দরে ঘটে যাওয়া তেমনি একটি ঘটনা যা মানুষের মনের সেই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। একজন নিরিহ নির্মাণ শ্রমিককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। গত ২৪ নভেম্বর সকালে বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় পারভেজ নামে ওই নির্মাণ শ্রমিক চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তবে পরিবারের দাবি, পারভেজকে চোর আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার (২৩ নভেম্বর) রাতে স্থানীয় মেসবাহউদ্দিন নামে এক ব্যক্তি তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তাদের নির্মানাধীন বাড়ির বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে পারভেজকে আটকে রেখে মারধর করেন। সোমবার সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে দুপুরে বন্দর থানা পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এরআগে, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে আড়াইহাজার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মকবুল হোসেন মুকুল (৪৫) নামে এক যুবক নিহত হন। পুলিশ জানায়, মকবুল হোসেন মুকুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

২৭ ডিসেম্বর ডাকাত সন্দেহে গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত বিল্লাল আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামের মজিদের ছেলে। পুলিশ জানায়, বিল্লাল পেশাদার ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে।

১৫ ডিসেম্বর ফতুল্লায় ছিনতাইকারী সন্দেহে কামরুল হাসান (২৪) নামে এক যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত কামরুল হাসান চাঁদপুর জেলার হাইমচর থানার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাইনুদ্দিন পাটোয়ারীর ছেলে।

১ ডিসেম্বর ফতুল্লায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নাদিম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ জানায়, ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময়ে গণপিটুনিতে আহত হয় নাদিম। পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জবাসী বলছেন, নতুন এ বাংলাদেশে একটি বিষয় আমাদেরকে খুব বেশি ভাবিয়ে তুলছে। আর তা হলে ‘মব।’ এটা যেন কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না। শত্রুতা করে নিরিহ মানুষকে চোর-ছিনতাই আখ্যা দিয়ে হত্যা করা হচ্ছে। এদেশে যেন আজ কোন বিচার নাই। এসব ঘটনায় কখনও কখনও আসামী গ্রেফতার হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মব সৃষ্টিকারিরা থাকেন ধরাছোয়ার বাইরে। যার ফলে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ থেকে দ্রুত পরিত্রাণের জন্য সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যাতে নির্বিচারে হত্যা একেবারেই বন্ধ হয়।

নিরাপত্তা বিশ্লেষক বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তভাবে বিশৃঙ্খলা ও অপরাধ দমন করতে পারছে না। এতে অপরাধীরা মনে করছে, তারা পার পেয়ে যাবে। আর এ সুযোগে অপরাধীরা তাদের নানামূখী অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য সত্যিই আতঙ্কের বিষয়। এ অবস্থায় সবাইকে সর্তক থাকাটাই জরুরী বলে মনে করেন এ বিশ্লেষক।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, আসলে এখনও অভিযানে গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তখন বল প্রয়োগ করা হলে ভিন্ন পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে। এ কারণে পুলিশকে অপরাধীরা এখন আর সেভাবে ভয় পাচ্ছে না। এ কারণেই তারা বেপরোয়া। তবে খুব শীঘ্রই পরিস্থিতি অনুকুলে আসবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স