ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ স্ট্যান্ডই বাড়াচ্ছে যানজট

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
বাড়াচ্ছে যানজট ছবির ক্যাপশন: বাড়াচ্ছে যানজট
 বর্তমানে যানজট নগরীর সবচেয়ে বড় সমস্যায় পরিনত হয়েছে। যানজটের কারণে মাত্র ৫ মিনিটের রাস্তা পেরুতে সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা। ফলে প্রতিনিয়ত চরম বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে।

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ কিংবা সিটি কর্পোরেশন এ যানজট নিরসনে হিমশিম খেলেও এ থেকে পরিত্রাণ দিতে পাচ্ছে না নগরবাসীকে। ফলে দিন যতই বড়ছে ততই বাড়ছে নগরবাসীর দুর্ভোগ।

যতটা আশা নিয়ে ছাত্র-জনতা এ দেশবাসীকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছিলো সেই আশা যেন আশায় থেকে গেলো। নতুন এ স্বাধীনতা পর যেন কোন কিছুরই পরিবর্তন হয়নি। বরং বেড়েছে মানুষের দুর্ভোগ দুর্দশা। 

যে শহরে মানুষ স্বস্তিতে পথ চলতো সেই শহরে আজ পদে পদে ভোগান্তি। গত ৫ আগস্টের পর যেন পুরো শহর ছিনতাই হয়ে গেছে। যে যার মত যা খুশি তা করছে, কোন বাধা নেই। হয়তো, এটাকেই তারা স্বাধীনতা মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্ট্যান্ডের কারণেই মূলত যানজট চরম আকার ধারণ করছে। আর এসব স্ট্যান্ডগুলো চলছে কোন এক অদৃশ্য শক্তির বলে। পুরো সড়ক জুড়ে পরিবহনগুলোকে এলোপাথারি রেখে যাত্রী তোলছে চালকরা। 

পিছন থেকে ভারী যানবাহনগুলো বার বার হর্ণ বাজালেও সাইড দিচ্ছেনা সেই সব পরিবহন চালকরা। ফলে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতেই দেখা গেছে চাষাঢ়া। আর এ যানজটের প্রভাব পড়ছে গোটা শহরে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে প্রবেশ পথেই দেখা মিলে দুই পাশে দুই অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডের কারণে চাষাঢ়ার গাড়ীগুলো দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে প্রবেশ করতে পারে না। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এদিকে চাষাঢ়ার বাগেজান্নাত মসজিদের সামনে রয়েছে আরও দুটি অবৈধ স্ট্যান্ডটি। এখানে অটো রিকশা ও সিএনজির দুটি স্ট্যান্ডই পাশাপাশি রয়েছে। এছাড়া সড়কের উল্টোপাশে (খাজা সুপার মার্কেটের সামনে) রয়েছে আরও একটি অবৈধ স্ট্যান্ড। এ সড়কটি খানপুর হাসপাতালে যাওয়া-আসার একমাত্র পথ বললেই চলে। 

এছাড়া এ সড়কের দু’পাশেই রয়েছে অসংখ্য প্রাইভেট হাসপাতাল। ফলে প্রতিনিয়ত হাসপাতালের অ্যাম্বোলেন্সগুলো এ রুটে চলাচল করে। সুতরাং এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক হলেও আজও সরানো যায়নি এই অবৈধ স্ট্যান্ড। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ থেকে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অবৈধ স্ট্যান্ডগুলোর কারণে।

এদিকে বঙ্গবন্ধু সড়কের প্রবেশমুখে সমবায় মার্কেটের খুব কাছে রয়েছে একটি সিএনজি স্ট্যান্ড। ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এ সড়ক দিয়েই বেশিরভাগ মানুষ শহরের ২নং রেলগেট, পাইকারি থানকাপুর মার্কেট, হোসিয়ারী পল্লী এলাকা, নিতাইগঞ্জ, সদর মডেল থানা, রেলওয়ে স্টেশন, সেন্ট্রাল খেয়াঘাট ও লঞ্চঘাটে যাতায়াত করে। শুধু তাই নয়, নিতাইগঞ্জে রয়েছে আরও একটি সরকারি হাসপাতাল। ফলে এ রুটের গুরুত্বও অনেক। কিন্তু অবৈধ স্ট্যান্ডের কারণে সড়ক সুরু হয়ে যাওয়ায় যানবাহন ঠিকমত যাতায়াত করতে পারে না। ফলে যানজট লেগেই থাকে।

শহরের এই প্রাণকেন্দ্রে আরও বহু অবৈধ স্ট্যান্ড লক্ষ্য করা গেছে, এগুলো হলো শান্তনা মার্কেট সংলগ্ন এলাকায় সিএনজি স্ট্যান্ড, সরকারি মহিলা কলেজ সংলগ্ন অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড, একইভাবে রাইফেল ক্লাবের সামনে অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড ও আমান ভবনের সামনে লেগুনা স্ট্যান্ড।

এসব স্ট্যান্ডের ফলে মানুষ রীতিমত পাগল হয়ে যাচ্ছে। তীব্র যানজটে যেন অচল হয়ে যাচ্ছে শহরের প্রাণকেন্দ্র খ্যাত চাষাঢ়া। যত্রতত্র গাড়ী পার্কি করে রাখায় সড়ক পাড়াপাড়েও পোহাতে হচ্ছে দুর্ভোগ।

এদিকে এতগুলো অবৈধ স্ট্যান্ড খুব কাছাকাছি থাকলেও ট্রাফিক পুলিশকে আজও পর্যন্ত এ স্ট্যান্ডগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এ বিষয়ে নগরবাসী বলছে, হ্যাঁ ধরে নিলাম, ৫ আগস্টে দেশে বড় একটা পরিবর্তনের কারণে ট্রাফিক পুলিশ এখনও অ্যাকশনে যেতে পারছেনা। কিন্তু তারা আগে কি করেছে? শুধুমাত্র অবৈধ যানবাহনগুলোর কাছ থেকে চাঁদা নেওয়াই কি তাদের কাজ ছিলো? নাকি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তাদের আরও বেশি সক্রিয় হওয়ার প্রয়োজন ছিলো। 

তারা যদি শুরুতেই এসব অবৈধ স্ট্যান্ডগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন তাহলে আজকে শহরের এই অবস্থা হতো না। যাইহোক, তবুও আমরা চাই এসব অবৈধ স্ট্যান্ডগুলোর বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ট্রাফিক পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক। প্রয়োজনে আমরা নগরবাসী তাদের পাশে থাকবো।

তবে যানজট বিষয়ে ট্রাফিক পুলিশের টিআই করিম বক্তব্য হলো, শহরে বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণের কাজ চলছে। এ কারণে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অবৈধ স্ট্যান্ড উচ্ছেদসহ যানজট নিরসনে আমরা চেষ্টা করছি। সমুন্নতভাবে কাজ করতে হবে। কিন্তু মানুষের মধ্যে আইন মানার প্রবণতা খুবই কম। যদি তারা কথাই না শোনে, তাহলে কি করবো বলুন? আমরা এ জন্য সকলের সহযোগীতা চাই।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স