নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৮ ব্যাচের সদস্য এবং তরুণ আইনজীবী এডভোকেট জনি চন্দ্র গোপ আইন পেশায় সাফল্যের সাত বছর পূর্ণ করে ৮ম বর্ষে পদার্পণ করেছেন। এই বিশেষ মাইলফলক উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ও তাঁর ব্যাচমেটদের অভিনন্দন জানানো হয়।
আদালত পাড়ার বিপরীতে অবস্থিত ‘হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে’ আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানে এডভোকেট জনি চন্দ্র গোপের পেশাগত নিষ্ঠা ও সততার প্রশংসা করেন সিনিয়র আইনজীবীরা। ২০১৮ সালে আইন পেশায় যাত্রা শুরু করার পর থেকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তা নিশ্চিত করে আসছেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ন কবির এবং সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকির এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট খুরশীদ আলম মোল্লা।
৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এডভোকেট জনি চন্দ্র গোপ বলেন, "আইন পেশা একটি মহান দায়িত্ব। গত সাত বছর ধরে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও যেন নিষ্ঠা ও সততার সাথে বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করে যেতে পারি, সেজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।"
অনুষ্ঠানে ১৮ ব্যাচের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে কেক কাটা এবং প্রীতিভোজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনি চন্দ্র গোপকে এই বিশেষ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ আপডেট