স্টাফ রিপোর্টার : বিসিক শিল্পঅঞ্চলের এন আর গ্রুপের এক সুপারভাইজারকে ২০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে অপহরণের অভিযোগ উঠে স্বামী-স্ত্রী মোছাম্মৎ জান্নাতুল ও মোহাম্মদ মামুনের বিরুদ্ধে।
জানা গেছে, গত মঙ্গলবার ৬ জানুয়ারী দুপুর দেড়টায় এন গ্রুপের গেট থেকে অপহরণ করে নিয়ে যায় ১০ থেকে ১২ জন মিলে। পরবর্তীতে বিকাল চারটার পরে সুপারভাইজার মোহাম্মদ মোসাদ্দেককে জান্নাতুল এর বাসা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহায়তা জান্নাতুল তার স্বামী মো. মামুনকে আটক করে পুলিশের হাতে দেওয়া হয় বর্তমান তারা ফতুল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।